জাপান ক্যারাটে ইন্ডিয়ার পরিচালনায় “অল ইন্ডিয়া ইনভাইটেশনাল ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২২”
কবিরুল ইসলাম,
গত ১৯শে ও ২০শে নভেম্বর, ২০২২ তারিখে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে আয়োজিত হল। এই প্রতিযোগীতায় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
মার্শাল আর্ট প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমী থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৬ টি পদক (১টি সোনা এবং ৫টি রুপো) জয়লাভ করে ।
বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
১. অয়ন্তিকা সাহা – রুপো – ৭ বছরের মহিলা কাতা বিভাগ
– রুপো – ৭ বছরের মহিলা কুমিতে বিভাগ
২. মেঘনা রায় – রুপো – ১০ বছরের মহিলা কাতা বিভাগ
– সোনা – ১০ বছরের মহিলা কুমিতে বিভাগ
৩. শ্রেয়সী ঘোষ – রুপো – ১২ বছরের মহিলা কাতা বিভাগ
– রুপো – ১২ বছরের -৩৫ কেজি মহিলা কুমিতে বিভাগ