জোৎস্না ধারা,
মালবিকা পাণ্ডা
কমল দীঘির কালো জলে
পড়ল যখন চাঁদের আলো ,
কমল কলি একটি করে ,
খুলে ফেলে পাপড়ি গুলো ।
জোৎস্না ধারা আঙ্গিনাতে ,
মাখিয়ে যায় সোনার পরশ ।
দুজনেতে লুটোপুটি ,
মনে লাগে পুলক হরষ ।
গাছের পাতায় জোৎস্না ধারা ,
ছুঁইয়ে যায় প্রেমের চুমি ।
বাহুডোরে বাঁধো তারে ,
রতন মানিক ভেবে তুমি ।
শাখে শাখে পুষ্প কলি ,
গুনগুনিয়ে আসে অলি ।
ঘাসের উপর শিশির বিন্দু ,
জোৎস্না ধারায় হাসে ইন্দু ।
নেমে এসো জোৎস্না ধারা ,
ধুইয়ে দাও বসুন্ধরা ।