এসো
পপি সূত্র ধর (বাংলাদেশ)
সময় করে এই
ভুবনে একবার
সাদা কালো মেঘ
নিয়ে এসো,
তোমায় ধুলোয়
জমা একটা
শহর দেখাবো।
যদি পারো সাথে
করে এক মুঠু
আবেগ নিয়ে এসো,
তোমায় একটা
অবচেতন হৃদয় দেখাবো।
মনে করে আবেদন
পত্রের নিচে আমার
নামে একটা স্বাক্ষর
করে নিয়ে এসো,
তখন না হয় তোমায়
গোটা একটা
দলিলহীন মন দেখাবো।
যদি ইচ্ছে হয়
এলোমেলো অক্ষরগুলো
সাজিয়ে নিয়ে এসো,
সেদিন তোমায়
একটা মূর্খ
অনুভূতি দেখাবো।
সম্ভব হলে একটা
রংধনু আর এক
ঝাঁক প্রজাতির
মেলা নিয়ে এসো,
সেদিন তোমায়
একটা সাদাকালো
প্রহর দেখাবো।
হ্যাঁ মনে করে
স্বাধীনতার এক
টুকরো ধার করে
নিয়ে এসো,
তখন না হয়
পরাধীন একটা মন
তোমার সামনে
খুন করবো।
পারলে এক জোড়া
জোনাক কে সঙ্গী
করে নিয়ে এসো,
তখন হয়তো একটা
অন্ধকার হৃদয়ে
আলো দিতে পারবো।
শুনো আসার সময়
অবশ্যই নিয়মের
দরজায় একটা
তালা ঠুকে এসো,
সেদিন না হয়
তোমার সামনে
একটা নীতির পাতা
ছিড়ে দেবো।
তবুও তুমি এসো
স্বর্বজয় করে কোনো
এক কুয়াশায়
ঢাকা বিকেলে।