শিশু দিবসে কন্যা ভ্রুণ হত্যা রোধ ও প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির, নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর ও নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে খয়রাশোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার ০-১৮ বছর বয়স পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়।এদিন শিবিরে প্রায় দুই শতাধিক শিশুর শারিরীক সমস্যা শনাক্তকরণ করেন নাকড়াকোন্দা হাসপাতালের চিকিৎসক ডাঃসব্যসাচী রায় ও ডাঃউৎপল রক্ষিত।পাশাপাশি শিশু দিবস উপলক্ষে কণ্যা ভ্রুণ হত্যা রোধ এবং শিশু থেকে কন্যাদের যত্নের উপর গুরুত্বারোপ করা নিয়ে শিবিরে আলোচনা করেন উপস্থিত অতিথিদের মধ্যে থেকে।এছাড়াও বক্তব্যের মাধ্যমে বলেন যে সুস্থ্য সুন্দর সামাজিক পরিবেশ গঠনের লক্ষ্যেই এই সচেতনতা শিবিরের প্রয়াশ। শিবিরে উপিস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসার(DPHNO) সোভা গুনরী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সাহা,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখোপাধ্যায় সহ নাকড়াকোন্দা হাসপাতালের স্বাস্থ্যকর্মী বৃন্দ।শিশু দিবসের দিন শিবিরের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সব্যসাচী রায়।