শিশু দিবস পালন, সদাইপুর থানার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ১৪ নভেম্বর সারা দেশজুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস। এই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু। তিনি বাচ্চাদের কাছে চাচা নামে পরিচিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষেই মূলত দিনটি শিশুদিবস হিসেবে পালিত হয়।
১৯৬৪ সালে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর সারা দেশজুড়ে ১৪ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়ে থাকে। সেই হিসেবে আজ সোমবার বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞার উদ্যোগে ও স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলে স্কুলে যথাযোগ্য মর্যাদা সহকারে শিশু দিবস পালন করা হয়। এদিন স্কুলের কচিকাঁচাদের কেক, বিস্কুট ও চকলেট তুলে দেন সদাইপুর থানার পুলিশ কর্মীরা। পুলিশের এধরনের উদ্যোগ দেখে পড়ুয়াদের অভিভাবক সহ এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।