মোবাইল বিনা পরাণ বাঁচেনা
গোপা মল্লিক
মজার দেশেতে বাস করি মোরা
হাতে মোবাইল ফোন
বিশ্ব যখন হয়েছে হাতের মুঠোয়
পরোয়া করিনা কোন!
সকালে উঠিয়া প্রথম কাজটিই হলো
ফেসবুকেতে চোখ বোলানো
তারপর অফিস কলেজ বা রান্না করার ফাঁকে
মোবাইলটা নাড়ানো চাড়ানো!
ধ্যান জ্ঞান মনসংযোগ অধ্যাবসায়
এখন ফেসবুক পেজ
ঠ্যাঙের উপর ঠ্যাংটি তুলে
নাড়ছি নিশ্চিন্তে লেজ!
রংবেরঙের ছবি লাইক কমেন্টস
আছি সারাদিন বিভোর
ফেসবুকের সাজানো গোছানো নাট্যমঞ্চে
দিব্ব্য নিত্যনতুন আসর!
নেট দুনিয়ায় আবদ্ধ এখন গোটা দেশ
মুনাফা লোটা ব্যবসায়ীর হাতে বলির ছাগোল
আত্মীয় যাক বন্ধু যাক ক্ষতি নেই তাতে
ফোন ছাড়া!না বাবা!হয়ে যাই পুরো পাগল!
কর্মক্ষেত্র হোক বা নিসঃঙ্গতাই হোক
এতে আবাল বৃদ্ধ বনিতা যুক্ত
কেউ নেয় ভালো দিক কেউ বা মন্দ
তবু পারবোনা এই মোহ থেকে হতে মুক্ত
কারণ একটাই
“মোবাইল বিনা পরান বাঁচে না…………!!