লুতুব আলি, ১১ নভেম্বর :
জামালপুরে স্বয়ংভর গোষ্ঠী মহিলাদের বিনামূল্যে ছাগল বিতরণ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের বিনামূল্যে ছাগল বিতরণ করল জামালপুর ব্লকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। ১১ নভেম্বর জামালপুর ব্লকে বিনামূল্যে ছাগল বিতরণ ও ছাগল পালনের ব্যাপারে প্রশিক্ষণ হয়। এদিন ১০টি স্বয়ংভর গোষ্ঠীকে ১০টি করে মোট ১০০ টি ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে গ্রামের আর্থিকভাবে বিপন্ন মহিলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে হেঁটে অনেক প্রকল্প দেশের মধ্যে সেরা হচ্ছে। জামালপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি এ ব্যাপারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এ দিনের ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের জয়েন্ট বি ডি ও অরিন্দম জানা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনীল ধারা, ব্লক প্রাণিসম্পদ দফতরের আধিকারিক সনাতন ভুঁই প্রমুখ।