Spread the love

বিশ্বের বৃহত্তর  জলজাহাজ কোস্টা টোসকানাতে হিউম্যান রিসোর্স এডমিনের মোটা মাইনের চাকরি পেলেন জামালপুরের সাহিদ 

নিজস্ব প্রতিনিধি, 

বিশ্বের বৃহত্তম জলজাহাজ তে মোটা অংকের মাইনের চাকরি পেলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সাহিদ।অদম্য চেষ্টা আর পরিশ্রম মানুষকে কোথায় পৌঁছাতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত পূর্ব বর্ধমানের জামালপুর থানার আমড়া গ্রামের  যুবক  সেখ সাহিদ আনোয়ার। এক।সাধারণ পরিবার থেকে উঠে এসে ইউরোপের অন্যতম বড় জাহাজ কোম্পানিতে মোটা  মাস মাইনের চাকরি পাওয়া কোন সহজ ব্যাপার নয়।এটা সিনেমার কাহিনিকেও হারা মানবে । সেই কঠিন  কাজে সাফল্য পেয়েছে আমড়া গ্রামের সেখ রজব আলির পুত্র সাহিদ।  যাত্রী স্বাচ্ছন্দ থেকে শুরু করে জাহাজের অনেক বিষয় দেখভাল বা   ম্যানেজমেন্টের  কাজ থাকবে সাহিদের।  ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ,নরওয়ে, সুইডেন ,জার্মান ,পোল্যান্ড ,পর্তুগাল ,ফিনল্যান্ড সহ ১১ টা দেশ ৮ মাস ধরে ভ্রমণ করবে সাহিদ। যে জাহাজের মধ্যে থাকবে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ। সাহিদ  জানান -”  ৬ নভেম্বর রাত্রি তিনটে কুড়ি মিনিটে তার বিমান । কলকাতার দমদম হয়ে দোহা সেখান থেকে   ফ্রান্স হয়ে পৌঁছে যাবেন ইতালির রোমে। ইন্ডিয়ান ডাইরেক্টর জেনারেল অফ শিপের অনেক কোর্স  কমপ্লিট করার পর তার এই সাফল্য”। তাকে এস টি সি ডাব্লিউ, এস ডি এস ডি, পি এস এফ কোর্স কমপ্লিট করতে হয়েছে ।সিডিসি পাসপোর্ট ও এসআইডি এর আধিকারি সাহিদ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এম বি এ করেছেন। যে জাহাজে চাকরি করবেন তা ইউরোপের   কোস্টা টোসকানা কোষ্টা গ্রুপের তৃতীয়  জাহাজ । যেটা টাইটানিক এর ধারণা দেবে । যেটি ইটালিয়ান শিল্পকলার আদলে তৈরি এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দ্বারা পরিচালিত। যে জাহাজে  প্রায় পাঁচ হাজারের বেশি  কেবিনস আছে ডেকের সংখ্যা প্রায় কুড়িটি ।যার মধ্যে রেস্টুরেন্ট আছে ১৫ টি , বার আছে ১৯  টি। যেখানে পৃথিবীর স্বনামধন্য শিল্পীরা  আনন্দ দেওয়ার জন্য তৈরী থাকবে । এছাড়াও এই জাহাজ রয়েছে , সিনেমা হল, থিয়েটার ,স্টেডিয়াম ,হসপিটাল, শপিং মল, চার্চ,  সুইমিং পুল এবং জিম সহ আরো অনেক কিছু । প্রত্যেক বয়সের জন্য বিশেষ ওয়াটার গেমস ।এই জাহাজে দশ হাজার জন যাত্রী পরিবহন করতে সক্ষম যার  ক্রিউ মেম্বার দুই হাজার । অসংখ্য সুযোগ সুবিধার এই জাহাজ পৃথিবীর ধনী ধনী ব্যক্তিদের প্রমোদ তরণী বলা যেতে পারে ।গ্রামের সাধারণ পরিবার থেকে ইউরোপের অন্যতম বড় জাহাজ কোম্পানিতে মোটা বেতনের চাকরি পাওয়া যায়  তার দৃষ্টান্ত সাহিদ । সাহিদের এই সাফল্য গ্রামের সাধারণ ঘর থেকে শিক্ষিত মেধাবী ছেলেরা অনেক উৎসাহিত হবে তা  বলায় যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *