কার্তিক বন্দ্যোপাধ্যায়
মা আসছে মা আসছে খুশিতে মন ভরা।
বাঁশের খুঁটি ঢাকের বাঁধন মাটির ঠাকুরগড়া।
দিকে দিকে আলোয় ভরা শব্দ বাজির রমরমা।
লক্ষ টাকার প্যান্ডেলেতে কোনটা ভালো যায় চেনা।
নিশুতিপারা লোকসমাগমের নতুন প্রাণ পায়।
সব কাজ ফাঁকি মুখে শুধু হাসি নতুন জামা গায়।
ওই হুল্লোড় শুধু কটা দিন স্মৃতিতে রাখার মত।
ঘৃণা বিদ্বেষ ভুলে থাকা মন আলাপচারিতা কত?
আসা-যাওয়া তো লেগে থাকবেই তবু কেন মন ভারি।
নীরবতা আজ আবার পাড়ায় সবাই ঢুকেছে বাড়ি।
আসছে বছর আবার হবে এই আশা শুধু বুকে।
মিনতি কর মা সবার জন্য সবাই থাকুক সুখে।