অন্ধকার কেটে আসুক উজ্জ্বল ভোর,
অনিমেষ চন্দ্র চন্দ্র,
বুঝেছি দুর্দিন ঘনিয়েছে
ঘোর কলি ঘোর কলি,
শিক্ষাদীক্ষা,শিল্প কার্য
হচ্ছে যেসব বলি।
জ্ঞানের প্রদীপ নিভছে দেখি
মিথ্যাচারের ভিড়ে,
ঘোর কলিতে বিদ্যার ঝুলি
পুড়ছে ধীরে ধীরে।
সরস্বতী লুকিয়ে কাঁদে
শিক্ষার করুণ হাল,
স্কুল,কলেজে আড্ডা চলে
দুর্নীতিটাই অকাল।
এই সমাজে ধীরে ধীরে
বাড়ছে বেকারত্ব,
কি যায় আসে শাসকদলের
সবাই নিজের দোষ ঢাকতে মত্ত।
বেকার যখন আত্মহত্যায়
একে একে হচ্ছে লাশ,
শাসকদল ওই অপমৃত্যুর
অন্য কারণ দেখাচ্ছে একরাশ।
এই সমাজে যাদের আছে
শিক্ষার যথার্থ মান,
তারা যেন আগামী দিনে পায়
সুযোগ্য সম্মান।
ঈশ্বরের কাছে মাথা পেতে বলি
প্রার্থনা লহ মোর,
সত্যের পাশে দাড়াও সদা
অন্ধকার কেটে আসুক উজ্জ্বল ভোর।