খায়রুল আনাম,
বীরভূম : পাইকর এলাকার দাঁতুরা গ্রামের দক্ষিণ মালপাড়ার দিয়াসিন নামের একটি পুকুরের জলকে কেন্দ্র করে গ্রামের একাংশ বছরের বেশির ভাগ সময় যে ভাবে জলমগ্ন হয়ে থাকছে, তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান মর্জিনা বেগমকে জানিয়ে সমস্যার কোনও সমাধান হয়নি। তিনি বলছেন, নর্দমা তৈরীর জন্য কেউ জায়গা না দেওয়ার জন্য বৃষ্টির জল, ট্যাপের জল, বাড়িগুলির নোংরা জল, পুকুরের জল কোনও কিছুই বের না হওয়ায় এই সমস্যা তৈরী হয়ে আছে। ব্লক প্রশাসনকে জানালে, সেখান থেকে বিষয়টি গ্রাম পঞ্চায়েতস্তরের বলেই দায় সেরে দেওয়া হচ্ছে। আর এই জলের কারণে বহু মাটির বাড়ির স্থায়ীত্বও কমে যাচ্ছে। বাড়ছে নানা ধরনের অসুখ-বিসুখ। অথচ বিষয়টি নিয়ে নির্বিকার সব পক্ষ।।