বিশ্ব নবী দিবসে শোভাযাত্রা কারীদের মিষ্টি মুখ করালেন হাইওয়ে ট্রাফিক ওসি, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আজ আরবি সনের ১২ ই রবিউল আউয়াল হজরত মুহাম্মদ এর জন্মদিন, যাহা সমগ্র বিশ্ব নবী দিবস হিসেবে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালিত হয়ে থাকে। রবিবার বিশ্ব নবী দিবস উপলক্ষে দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলিম ধর্মাবলম্বী মানুষজন দুবরাজপুর শহরের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং ফকির বাবার মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েত হোন। এরপর সেখান থেকে মোটরসাইকেল ও চার চাকা সহযোগে রেলি বের হয়ে স্থানীয় আলম বাবার মাজার শরীফ জিয়ারত করার পর হাইওয়ে রোড দিয়ে সিউড়ি হয়ে পাথরচাপুড়ি দাতা মেহবুব শাহ ওলীর মাজার শরীফ জিয়ারত, মিলাদ মেহেফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হওয়ার পর বক্রেশ্বর রোড দিয়ে দুবরাজপুরে ফিরে আসে রেলি। এদিন উক্ত হাইওয়ে রোডের উপর সাতকেন্দুরী মোড়ে সিউড়ি- ইলামবাজার হাইওয়ে রোডের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শোভাযাত্রা কারীদের সরবত ও মিষ্টি দিয়ে আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময় করেন।এদিন উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি প্রশান্ত শিকদার সহ অন্যান্য পুলিশ কর্মীগণ। উল্লেখ্য দিন কয়েক পূর্বে এখানেই বিজয়াদশমীর দিন গাড়ি চালক সহ যাত্রীদের মধ্যে ও মিষ্টি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করেন ট্রাফিক ওসি র পক্ষ থেকে। ট্রাফিক ওসি র এধরনের ভূমিকায় স্বভাবতই চালক, যাত্রী সাধারণ সহ এলাকাবাসী খুশি ব্যক্ত করেন।