বিশ্ব নবী দিবস উপলক্ষে রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির চার দিন ব্যাপী সামাজিক কর্মসূচি পালন,রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ৯ অক্টোবর রবিবার ১২ ই রবিউল আউয়াল তথা বিশ্ব নবী দিবস পালিত হবে সমগ্র বিশ্ব বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের।সেই উপলক্ষে বীরভূম জেলার প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে চার দিন ব্যাপী নানাবিধ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷গত ৭ই অক্টোবর স্থানীয় মাদ্রাসা শাহবাজিয়া ও ঐতিহাসিক স্থান এমামবাড়া প্রাঙ্গন থেকে শুরু হয় সাফাই অভিযান৷মাদ্রাসা, স্কুল,হাসপাতাল সহ বিভিন্ন রাস্তা এলাকা পরিস্কার ও আবর্জনা মুক্ত করা হয়৷সেই সাথে স্থানীয় রাজনগর হাসপাতালের অন্দর বিভাগে ভর্তিরত রোগী ও বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা ব্যক্তি সহ স্টাফদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করা হয়৷ ৮ ই অক্টোবর শনিবার রাজনগর মাদ্রাসা শাহাবাজিয়া প্রাঙ্গণের মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে এবং জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দূরীকরণের উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের অভিমত ।এদিন রক্তদান শিবিরে রাজনগর এলাকার মোট ৭১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগঠনের সামাজিক কাজের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির সভাপতি নাজমুল আলম খান, সম্পাদক আবুল ফজল খান, মাওলানা মোঃ শামসুল হক, রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য মহঃসফিউল আলম খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ। ৯ ই অক্টোবর রবিবার শাহবাজিয়া মাদ্রাসা ও ঐতিহাসিক স্থান ইমামবাড়া প্রাঙ্গণে রাজনগর এলাকার বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে আগত শোভাযাত্রা একত্রিত হয়ে রাজনগর এলাকা পরিক্রমা করে ফাতেহা ও সিন্নি বিতরণ করা হবে বলে সোসাইটির পক্ষ থেকে জানা যায়। এছাড়াও ১০ ই অক্টোবর ইসলামিক ক্যুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারী সহ অভিভাবকদের দুপুরে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা থাকবে বলে জানান উদ্যোক্তাদের মধ্যে।