সেখ সামসুদ্দিন, ৩ সেপ্টেম্বরঃ মেমারি কলেজে নিউট্রেশন মাস সেলিব্রেশন উপলক্ষে আজ দ্বিতীয় দিনে ফুড ফেস্টিভ্যাল করা হয়। কলেজের নিউট্রেশন বিভাগীয় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পদের খাবার স্বাস্থ্যবিধি মেনে বানিয়ে খুব কম মূল্যে বিক্রি করেন। সর্বনিম্ন দাম ১০ টাকা, সর্বোচ্চ দাম ৩০ টাকা। এগ রোল বিক্রি হয় ১০ টাকায়, দই বড়া ১২ টাকা। ফ্রাইড রাইস ও চিলি চিকেন ২৫ টাকা, মিক্সড চাউমিন ৩০ টাকা ইত্যাদি কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকারা খুশি মনে পয়সা দিয়ে খাবার কিনে খান।