| করুণা দেওরা |

~ করুণা দেওরা multi-designer fashion শোরুম সম্প্রতি উদ্ঘাটন করলেন আসন্ন ফিল্ম হৃদয়পূরের কলা কুশলীরা. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা
সৌরভ দাস ও রানা বসু ঠাকুর এবং পরিচালক সৌম্যজিত আদক । ~

এ ছাড়াও সাথে ছিলেন বিশিষ্ট অতিথি, জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও সেলিবৃটী ইন্ফ্লূয়েন্সার মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আকাঙ্ক্ষা মাংলানী

কথায় বলে প্রতিটি নারীর সাফল্যের পিছনে রয়েছে তার নিজের অক্লান্ত ও অনবদ্য প্রচেষ্টা. এই শহরের নারী সমাজে করুণা দেওরা সেই অনবদ্য প্রচেষ্টার এক দৃষ্টান্তমূলক অনুপ্রেরণা. তিনি একাধারে স্নেহময়ী মা, সহমর্মী সহকর্মী ও সুবুদ্ধিমত্তা বাণিজ্যিক কর্ণধারও বটে.
দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় করুণা দেওরা 3200 sq ft জুড়ে চার তলার এক সুবৃহৎ শোরুম উপহার দিলেন কলকাতা শহর কে। সর্ব স্তরের নারী স্বত্বা বৃদ্ধি ও সৌন্দর্য্যের উদযাপন – এই আদর্শে বাণিজ্যিক সম্প্রসারণের কথা ভেবে তিনি অগ্রসর হয়েছেন. তার প্রতিটি ডিজাইন সেই উষ্ণতা আর ঔজ্জ্বলে সমৃদ্ধ. শুধু কলকাতা শহরেই আবদ্ধ নয় , বিশ্বব্যাপী ক্রেতা সমুদয়ের কাছে তার শিল্পকলা সমাদৃত. স্বীকৃতি পেয়েছে তার শিল্প, বিভিন্ন এওয়ার্ড অনুষ্ঠানে.
এই multi-designer showroom সর্ব প্রকার ক্রেতা ও সব রকমের অনুষ্ঠানযোগ্য ডিজাইনার হাল fashion এর সামগ্রী প্রস্তুত করবে. সারা বছরব্যাপী বিভিন্ন মনগ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে আরো প্রচার করা হবে ডিজাইনারদের কালেক্শন.

তারকাদের মেলা, বহু fashion সেলিবৃটী ইন্ফ্লূয়েন্সারদের আনাগোনা, গণমাধ্যমের সাংবাদিক সম্প্রদায়, শহরের নামী দামী বিশিষ্ট অতিথিদের উপস্থিতি, উজ্জ্বল করে তুলেছিল উদ্বোধনী অনুষ্ঠান.

ডিজাইনারের তালিকায় করুনা দেওরা ছাড়াও রয়েছেন হিমানি অরোরা, রাধা শর্মা, ইশিতা চৌধুরী, সাহিল আনেজা, ট্রামপেট ভাইন, আটারা, গুলাবো জয়পুর, নীতু অরোরার লুভিয়া, বোধ ইন্ডিয়া, ন্যাটি ফিট, দ্য হাউজ অফ THL, লিনেন ব্লুম, সোবারিকো, সুরুচি পারেখ, সুনীতা নেগি, বিপুল শাহের ডিজাইনার কালেকশন।

Leave a Reply