আদালতের রায়ের অবমাননার অভিযোগ; অভিযোগ প্রশাসনের উদাসীনতায়,

রাজকুমার দাস,

২০১৯ সালে সুপ্রিম কোর্ট এ অর্ডার দেয় বিল্ডিং নম্বর ২৭ , এন এস রোড কলকাতা ১ সম্পূর্ণ ভেঙে দেওয়ার জন্যে । কিন্তু সেই নির্দেশকে লঙ্ঘন করে বেঙ্গল বন্ডেড ওয়্যারহাউস লিমিটেড উক্ত বিল্ডিং ছাড়াও কমার্শিয়াল বিল্ডিং নম্বর ৩,৪,৫,৬,৭ ভেঙে ফেলে ।  এমনটাই দাবি করছেন বিল্ডিং নম্বর ৪ অবস্থিত বেশ কিছু কোম্পানির মালিক। এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা প্রেস ক্লাবে শনিবার তারা এক সাংবাদিক সম্মেলন করেন। তারা দাবি করছেন যখন এইগুলো ভাঙ্গা হয় সেই সময় কোনোভাবে কোনো নোটিস তাদেরকে দেওয়া হয়নি। এমনকি তাদের অফিসে রাখা আসবাবপত্র ও নগদ টাকা বার করতে দেওয়া হয়নি। সম্পূর্ণ বিষয় প্রশাসনিক বিভিন্ন দপ্তর এবং  কলকাতা পুরসভা কে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা এখন ক্ষতিপূরণ দাবি করে আইনি পথে এগোচ্ছেন বলে জানান তারা।
ভুক্তভোগীরা বলছেন আমাদের যে কোম্পানি রয়েছে তার অধিনস্ত বহু কর্মচারী কাজ করেন তারা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন।
২৫ জুন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাহুল শঙ্কর চৌধুরী, প্রবায়ন বসু, মানসী ভোজনাগারওলা, প্রমুখ।

Leave a Reply