ইকটা কুথা বুলার ছিল্য,
নদেরচাঁদ হাজরা,
ইকটা কুথা বুলার ছিল্য
তুর কি সুময় আছ্যে রে!
মুর পেরাণের কুথা আছে বট্যে
ইখনো ত মুদের কুথা সিভাবে আসেক লাই
আদিবাস্যী বল্যা মুদের অবজ্ঞা ছাড়া
ত কিছুই জুটে লাই রে !
জঙ্গলে জঙ্গলে ঘুইরা মুরা জীবন কাটাই
মুদের না আছে চাল না আছে চুলা
মুরা ত ভাল্য ভাল্য পোশাক পরি লাই
ভাল্য ভাল্য কুথা জানিক লাই
শুধু গতর খাটাইতে জানি ৷
কিন্তুক মুরাও যে তুদের মতই মানুষ আছি বট্যে
মুদের পেরাণেও কাঁদন আছে হাসি আছে
ভাল্যবাসাও আছে বট্যে
ই কুথাটুকুন তুরে বলার লেইগ্যে
মুর পেরাণ চাইছে রে !
জঙ্গলে ঘুরি বট্যে
উ ত মুদের পেরাণ আছে
মুদের মা আছে বট্যে
উকে মুরা পূজা করি
ভক্তি করি
উ মুদের সন্তানের মতই দেখে বট্যে ৷
মুরা জঙলী না আছি রে
তুদের মতন গোট্টা জগৎ জানি লাই
কিন্তুক মুদেরও ইকটা জগৎ আছে বট্যে
সিও কিন্তুক কম লয় ৷
সিখেনে মোরা কিন্তুক রাজা আছি রে!
সি জগৎ তুদের অজানা ৷