দোমহানি বাজারের প্রায় আশি থেকে নব্বই বছর এর পুরনো হাটকে সাজিয়ে তুলতে প্রশাসনের বিশেষ উদ্যোগ ।

কাজল মিত্র :- বারাবনি ব্লকের দোমহানি বাজার এলাকায় প্রায় আশি থেকে নব্বই বছর এর পুরনো এই হাট বেশ কয়েক বছর ধরে একই অবস্থায় চলে আসছিল ।হাটটির পরিস্কার পরিচ্ছন্ন তা থেকে শুরু করে হাটের ভীড় নিয়ন্ত্রণ কোনকিছুই সরকারের হাতে ছিলনা এত দিন ফলে হাটে আসা ব্যাবসায়িক দোকানদার থেকে শুরু করে ক্রেতারা বেশির ভাগই সমস্যায় পড়তেন ।যেখানে সেখানে নোংরা আবর্জনা স্তূপে পরিনত হয়েছিল ।বসার জায়গা গুলি ভগ্ন প্রায় হয়ে পড়েছিল ।যার ফলে এই হাটটি পুরোপুরি ভাবে এখন পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসার পরে বারাবনি প্রশাসনের নজরে আসতেই বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান ওই হাটে যান এবং তিনি সেখানে ওই হাটটিতে কত দোকানদার রয়েছে ও হাটের মোট কত জায়গা রয়েছে এবিষয়ে ওইখানে
ব্যাবসায়ী দোকানদার ও কিছু মানুষের সঙ্গে কথা বলেন।তারা জানান এই হাটটি বহু পুরনো এখানে আমরা যারা হাটে কেনাবেচা করার জন্য আসি তাদের বহু সমস্যায় পড়তে হয় ।একথা শুনে ব্লক আধিকারিক জানান এই হাটটি পঞ্চায়েত সমিতির অন্তর্ভূক্ত হওয়ায় এই হাটের সমস্ত দায়িত্ব ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির থাকবে আর তাই ব্লক প্রশাসনের তরফে এই হাটটি সুন্দর ভাবে কিভাবে সাজানো যায় সেই চেষ্টা করা হবে ।তাছড়া যেসকল নোংড়া আবর্জনা রয়েছে তা পরিষ্কার করে দেওয়া হবে ।এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সঙ্গে ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল।পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং ,বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী, সহ-সভাপতি সুকুমার সাধু,দোমোহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং সহ ব্লকের অন্যান্য আধিকারিক গন।

Leave a Reply