Spread the love

আজব দেশ আর অবোধ জনতা,

সমীরন দাস,

ওই মেয়েটা “আম্ব্রেলা” বানান জানেনা ,
কি আশ্চর্য অথচ কি আস্পর্ধা !
ফেল করে, নির্লজ্জের মত রাস্তায় হরতালে বসে ।
পিছনে অবোধ পিতামাতার নির্বোধ সমর্থন
বলি শেখালে কে ?
দেখালে বা কারা এ রাস্তা অবরোধের পন্থা !
এ প্রশ্নের কোনো উত্তর নাই !

যে দেশে চালে, ডালে ,তেলে ভেজাল
এমনকি শিক্ষকেও ভেজাল —
ভাবতেই পারো মানুষ কত গুণী আর জ্ঞানী হবে ।
যদিও জ্ঞান নিয়ে ভাবা এ সভ্যতায় তঞ্চকতা
যে দেশে চাকরি করতে ,পেট ভরাতে ডিগ্রি চাই
অথচ দেশ চালকের শিক্ষার কোনো দরকার নাই !
সে বা কেমন দেশ !

যে দেশে আইন লাঘু কেবল অর্থহীন মানুষের জন্যে ।
আর হাজারো স্ক্যাম করে ,কাঁচকলা দেখিয়ে ,
যারা মসনদে আসীন ,দেশ চালায় ,রাজ্য চালায়
তারাই অর্থ জমায় বিদেশের সুরক্ষিত ব্যাংকের গোপন ভল্টে।

আজ একদল ফেল করা ছেলে মেয়ের বাড়বাড়ন্তে
তোমার লজ্জা লাগে ,সমাজে কলঙ্ক লাগে
ভেবেছো কি ?
যেখানে শিক্ষা নেই ,ব্যবস্থা নেই ,পাশফেল নাই ,
তার জন্যে তোমার প্রতিবাদ কেন মৌনমুখর ?

নিজেকে আয়নায় দেখো আর নিজের সন্তানকে ,
ইংলিশ মিডিয়াম ছাড়িয়ে ওদের স্কুলে বসিয়ে দাও !
তারপর এই ক্রমশঃ ক্ষয়ে যাওয়া সভ্যতায়
একদিন তাকে প্রশ্ন করবে !
দেখবে সে তখন তার বাবার নাম ও ভুলে গেছে ।
সে সময় আসছে দ্রুত !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *