তৃণমূলের হিসাবপত্র নিয়ে হাইকোর্টে মুখ পুড়লো আয়করের
নিজস্ব প্রতিনিধি,
চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহম্মদ নিজামউদ্দিনের এজলাসে তৃণমূলের হিসাবপত্র নিয়ে আয়কর সংক্রান্ত এক মামলার শুনানি চলে। এই শুনানি পর্বে তৃণমূল কে প্রেরিত আয়কর দপ্তরের নোটিশ খারিজ করে দিয়েছেন বিচারপতি। আয়কর দপ্তরের একতরফা নীতির জন্য এই নোটিশ খারিজ বলে জানা গেছে। আদালত সুত্রে প্রকাশ , গত ২০১৮-১৯ অর্থবর্ষের জন্যে গত ৩০ মার্চ হিসেব চেয়ে আয়কর দপ্তর এআইটিসি-কে নোটিস পাঠায়। নোটিসে বলা হয়, -‘আয়কর রিটার্নয়ে এআইটিসি যে হিসাব দিয়েছে তাতে দেখানো হয়েছে ৫ কোটি ১৬ লক্ষ ৭৮ হাজার ১১৪ টাকার আয়-ব্যয় হয়েছে। তার মধ্যে ৯০ লক্ষ ১ হাজার ৮১১ টাকা সুদ হিসাবে আয় হয়েছে বলে উল্লেখ রয়েছে, তবে তা জমা হিসাবে উল্লেখ করা হয়নি। তাই ১ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৯২ টাকার কোনও হিসাব নেই। তাই ওই টাকা হিসেব বহির্ভূত আয় হিসেবে উল্লেখ করা হয়েছে’।প্রতুত্তরে এআইটিসি জানায়, -‘ওই অর্থ বর্ষে তারা ৩ কোটি ২১ লক্ষ ০২ হাজার ১৩২ টাকা নগদ, ১ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার ৪৩৩ টাকার চেক সংগ্রহ করেছে। তাই আয়কর দপ্তরের হিসাব তারা অস্বীকার করছে। আয়কর দপ্তর যে ৫ কোটি ৯৮ লক্ষ ৭১ হাজার ৩৯৫ টাকা আয় বলে উল্লেখ করছে তা পরীক্ষার জন্যে বিস্তারিত তথ্য দেওয়া হোক’। সম্প্রতি কলকাতা হাইকোর্টের দারস্থ হয় এআইটিসি।চলতি সপ্তাহে দুপক্ষের সওয়াল-জবাবে বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন আয়কর দপ্তরের নোটিশ খারিজ করে দেন।।