Spread the love

রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে আইপিএস দয়মন্তী সেন,

গোপাল দেবনাথ , ১৪ জুন
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার গেল আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। এদিন আলিপুরের ব্যবসায়ী পরিবারের বধূর রহস্যমৃত্যুতে সিট গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। উল্লেখিত নির্দেশিকাতে রয়েছে -‘ আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করা হবে’। অভিযোগ, ওই বধূর মৃত্যুতে তাঁর শ্বশুরবাড়ির হাত ছিল। আলিপুরে ব্যবসায়ী পরিবারের বধূর রহস্য মৃত্যুতে সিট গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন হবে। গত বছরের  ১৬ ফেব্রুয়ারি বাড়ির নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রসিকা আগরওয়াল জৈন নামে ওই বধূকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পিছনে তাঁর শ্বশুরবাড়ির হাত রয়েছে বলে অভিযোগ তোলেন রসিকার বাপের বাড়ির লোকজন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে শ্বশুরবাড়ির বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন তাঁরা। তার পর থেকে ওই ঘটনা নিয়ে কোনও পুলিশি তত্‍পরতা চোখে পড়েনি। পুলিশ কোনও তদন্তও শুরু করেনি বলে অভিযোগ তোলেন রসিকার পরিবারের লোকজন। তবে এখন মৃতার বাবা-মায়ের অভিযোগ খতিয়ে দেখে নতুন করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ।কারও কারও দাবি,-‘  স্বামীর মাদকাসক্তির প্রতিবাদের জেরে নির্যাতন এবং তার ফলেই রসিকার মৃত্যু হয়েছে’। আবার কেউ কেউ মনে করছেন , -‘ তৃতীয় কোনও পক্ষের প্রভাব থাকতে পারে রসিকার জীবনে। তার জেরেই হয়তো অশান্তি এবং খুন। তবে আসল ঘটনা কী তা এখনও পর্যন্ত জানা যায়নি।’ মঙ্গলবার এই মামলায় তদন্তের জন্য দক্ষ আইপিএস দয়মন্তী সেনের উপর আস্থা রাখলো কলকাতা হাইকোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *