Spread the love

অশান্তি রুখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য কে পরামর্শ হাইকোর্টের,

সোমনাথ ভট্টাচার্য , ১৩ জুন,

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি বিষয়ক মামলা। এদিন আদালতে তরফে জানানো হয়েছে – ‘ অশান্তি রুখতে প্রয়োজনে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে ‘।রাজ্যের  সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। পাশাপাশি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত । ১৫ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলার শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, -‘যা ঘটেছে, তা ঘটা উচিত হয়নি’। এদিন আদালতে সওয়াল-জবাবে হাওড়া-সহ রাজ্যের একাধিক জায়গায় অশান্তির পর  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী । মামলাকারী আইনজীবীর দাবি , -‘ পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা নামাতে হবে, দোকান-বাড়ি ভাঙচুর করা হচ্ছে রাজ্য জুড়ে। শক্তিপুর ও রেজিনগরের অশান্তির বিষয়টিও হাইকোর্টের নজরে আনা হয় এদিন। পাশাপাশি মামলাকারীর আরেক আইনজীবী  পার্ক সার্কাস, হাওড়ার অশান্তির তথ্য তুলে ধরেন। পাঁচলা, উলুবেড়িয়ার ছবি জমা দেওয়া হয়। বেথুয়াওডহরিতে রেল ভাঙচুর চলে বলে এদিন সওয়ালে জানান ওই আইনজীবী। গোটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি। এদিন তিনি এজলাসে জানান , -‘ ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি  হয়েছে।’ এরপর রাজ্যের এডভোকেট জেনারেল  প্রশ্ন করে প্রধান বিচারপতি বলেন, -‘ ভিডিয়ো দেখেছেন? তাহলে দোষীদের চিহ্নিত করতে অসুবিধা কোথায়?’ এরপরই  রাজ্যের কাছে রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, -‘ অশান্তির ঘটনায় ২১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ ‘। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৫ জুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *