আমিরুল ইসলাম,
দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেল এক যুবক, গুরুতর আহত 3, ভাতারের নাসিকগ্রামে।

আজ ভাতারের নাসিকগ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, গুরুতর আহত 3 ।এলাকায় ব্যাপক চাঞ্চল্য ।ঘটনাস্থলে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে ।আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছে হসপিটালে। মৃত যুবকের নাম চিরন মালিক, বাড়ি পাল্লারোডে ও আহত যুবক দের নাম জিৎ মালিক বাড়ি ক্ষীরগ্রামে সোমনাথ মুখার্জী, বিশ্বনাথ মুখার্জী এদের দুজনের বাড়ি ভাতারের নাসিকগ্রামে ।সমগ্র ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।পরিস্থিতির মোকাবেলা করে পুলিশ।

স্থানীয় মানুষজন ও পুলিশ আহত তিন ব্যক্তিকে প্রথমে ভাতার ব্লক হসপিটালে নিয়ে আসে, পরে তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে।

Leave a Reply