সুন্দরবন রক্ষায় মুক্তির প্রয়াস,

সুপ্রকাশ চক্রবর্তী,

জলবায়ু পরিবর্তন রুখতে সুন্দরবন অঞ্চলের জীব বৈচিত্র রক্ষা করতে এগিয়ে এল মুক্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।তাদের উদ্যোগে গত ৩০ মে থেকে  ৫  জুন  বিশ্ব পরিবেশ দিবসের দিন পর্যন্ত  সুন্দরবনের বিভিন্ন এলাকার স্কুল গুলিতে ছাত্র, ছাত্রীদের সাথে পরিবেশ সচেতনতা শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। 
১২ জুন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মা সারদা হলে পরিবেশ সচেতনতার উপর একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে অংশ নেন বহু বিশিষ্ট মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনীধিরা। আলোচনার বিষয় ছিল -‘আমরা কি পরিবেশ রক্ষায় অসহায় নাকি অসচেতন? প্রতিকার অন্বেষণ ও প্রয়াস’। 
 মুক্তি সংস্থার সভাপতি শঙ্কর হালদার জানান, “আগামীতে ‘মুক্তি’ পরিবেশ এবং সুন্দরবন রক্ষার্থে মানুষকে সাথে নিয়ে আরো বড় উদ্যোগ এর পরিকল্পনা করছেন।সুন্দরবনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply