অর্ণব রায়,

সাতসকালে এক পৌঢ়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাটোয়ার শ্রীখন্ড গ্রামে। জানা যায় এদিন সকালে গ্রন্থাগার সংলগ্ন পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাটোয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সূত্র মারফত খবর পাওয়া গেছে মৃতব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে এসে বেশ কিছু দিন ধরে এলাকায় ছিল। গতকাল ও এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে প্রসাদ খেতে দেখে এলাকার মানুষজন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান জলে নেমে অসুস্থ হয়ে পড়ায় ডুবে যান তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

Leave a Reply