সেখ সামসুদ্দিন, ২মেঃ মেমারি শহরের স্বনামধন্য চিকিৎসক ডাঃ পার্থ সারথি দাস এর বাড়িতে দক্ষযজ্ঞ কান্ড। ডাক্তার বাবুর স্ত্রী সহ দুই কন্যা ব্যাঙ্গালোর থেকে এসে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে বাড়ির পরিচারিকা ও তার দাদার দ্বারা আক্রান্ত হন। মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারবাবুর ছোট মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার মানুষ এসে ডাক্তারবাবুর পরিবারের পাশে দাঁড়িয়ে যান। ছোট মেয়ে মাথা ফাটার পর মেমারি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। অল্প সময়ের ব্যবধানে মেমারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী বাগ, ওয়ার্ড সভাপতি সুজয় দাস সহ প্রতিবেশীরা এসে প্রতিরোধ গড়ে তোলেন। একপ্রস্থ বাড়ির ভিতরে পরিচারিকা সহ তার দাদার সঙ্গে ডাক্তারবাবুর মেয়েদের হাতাহাতি শুরু হয়ে যায়। স্বল্প সময়ের ব্যবধানে মেমারি থানার পুলিশ এসে হস্তক্ষেপ করেন এবং ডাক্তার বাবুর বাড়ির চাবি, এটিএম কার্ড, প্রেসক্রিপশন সবকিছু তাদের কাছ থেকে উদ্ধার করে বাড়ি থেকে এই মুহূর্তে ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয় এবং আগামীকাল তাদের যা জিনিসপত্র আছে তা এসে নিয়ে যাবেন ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ডবাসীর সম্মুখে। ডাক্তারবাবুর স্ত্রী ও মেয়েরা অভিযোগ করেন এই পরিচারিকা তাদের অবর্তমানে বাবার কাছ থেকে সমস্ত টাকা-পয়সা বিষয় সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, সম্পত্তির পাওয়ার করে নিয়েছে এবং তারা বাড়িঘর বিক্রির জন্য যোগাযোগ শুরু করেছে জানতে পেরে স্বল্পসময়ের নোটিশে ব্যাঙ্গালোর থেকে মেমারি চলে আসেন এবং আসার পর এই দক্ষযজ্ঞ ঘটনা ঘটে।