ভাতারে রক্তদান শিবিরে পুলিশসুপার

আমিরুল ইসলাম, ভাতার,
সোমবার  পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্ত সংকট মেটাতে আজ এই শিবির টি হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিশ সেন, পূর্ব বর্ধমান জেলার ডিএসপি,ভাতার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার থানার ওসি সৈকত মন্ডল প্রমুখ।ভাতার থানার ওসি সৈকত মন্ডল জানান, -” আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই রক্তদান শিবির করলাম। শিবিরে সংগৃহীত  রক্ত বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দিলাম ।যে সমস্ত ব্যক্তি রক্তদান করেছেন তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছি আমরা”। জানা গেছে, শতাধিক ব্যক্তি এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে থাকেন। পুলিশ কর্মী থেকে জনপ্রতিনিধিরা পাশাপাশি স্থানীয়রাও এই শিবিরে যোগ দেন।

Leave a Reply