ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি অরুপ মিদ্যা 

পারিজাত মোল্লা, দুর্গাপুর,

অন্যদের মতো কোন অজুহাত নয়! হ্যাঁ,  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তলবের চব্বিশ ঘন্টার মধ্যেই সিবিআই অফিসে হাজির হলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে দাপুটে তৃণমূল নেতা অরুপ মিদ্যা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট ধরে সিবিআই জেরা করল আউশগ্রামের তৃণমূল নেতা অরূপ মিদ্যাকে। জেরা শেষে বেরিয়ে অবশ্য অরূপ জানান, -‘ যা যা প্রশ্ন করা হয়েছে সব উত্তর দিয়েছেন। ফের ডাকলে আবারও আসবেন’। সহযোগিতা করবেন সিবিআই এর সঙ্গে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও বীরভূমের কয়েকজন তৃণমূল নেতাকে ভোট পরবর্তী হিংসা ও গরু পাচার মামলায় দুর্গাপুরে তলব করেছে সিবিআই। দুর্গাপুরে এনআইটি’র গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী কার্যালয়ে তাঁদের জেরা করা হচ্ছে এখন। এদিন সকাল ১০টার মধ্যে এনআইটিতে ঢোকেন আউশগ্রামের তৃণমূল নেতা অরূপ মিদ্যা, বীরভূমের তৃণমূল নেতা তাপস সিনহা সহ কয়েকজন। অনুব্রত মন্ডল  ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আউশগ্রাম ২ ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যাকে সিবিআই তলব করে থাকে গত রবিবার ।সপ্তাহের প্রথম দিনেই তাকে দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । প্রথমটায় যদিও তিনি হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে দোটানায় ছিলেন কিন্তু অবশেষে সোমবার তাকে হাজিরা দিতে দেখা যায় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। সিবিআই আধিকারিকরা তাকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করেছেন বলে সূত্রে প্রকাশ  । তবে তৃণমূল নেতা অরূপ মিদ্যার দাবি , -‘তিনি অনুব্রত ঘনিষ্ঠ বলেই তাকে ভোট-পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে ।’অবশেষে এদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল নেতা অরূপ মিদ্যা। যদিও তিনি জানিয়েছিলেন যে যেহেতু ভোট পরবর্তী কোন হিংসা মামলার সঙ্গে তিনি জড়িত নেই তাই তাঁর সিবিআই এর কাছে হাজিরা দিতে কোন রকম সমস্যা নেই। শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই সিবিআই তাকে এই মামলায় ডেকে পাঠিয়েছে । অন্যদিকে ,অনুব্রতর দেহরক্ষীকেও তলব করেছিল সিবিআই আধিকারিকরা।

Leave a Reply