সেখ সামসুদ্দিন, ২৯ মেঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেমারি মামুন ন্যাশনাল স্কুলে চোখের ছানি অপারেশন এর উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে সহযোগিতা করে বাঁশবাড়িয়া রোটারি আই হসপিটাল এবং ইসিজি ও রক্ত পরীক্ষা সহযোগিতা করে বর্ধমান মেডিল্যাব নামে সংস্থা। এদিন চক্ষু পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, মেমারি পৌরসভার দুই কাউন্সিলর ডাঃ চিরঞ্জিত ঘোষ ও শেখ ইউসুফ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক ও জামালপুরের সভাপতি আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান। আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী মহঃ ইয়াসিন জানান ২১ বছর এই কর্মসূচি পালনের পর এবার ২২ তম চক্ষু পরীক্ষা শিবির চলছে। এখানে মূলতঃ চক্ষু পরীক্ষা করে যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের শনাক্ত করে বিনা খরচে লেন্স দিয়ে তাদের অপারেশন করিয়ে চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া হয়। আজকে প্রায় ৩৪০ জন মানুষ নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে শতাধিক মানুষ হয়তো বাছাই করে সুযোগ পাবেন যাদের ছানি অপারেশনের প্রয়োজন।