সঞ্জয় হাল্দার,

পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েতের বদড়া গ্রামে মাটির সৃষ্টি প্রকল্পের গড়ে ওঠা প্রজাপতি উদ্যান পরিদর্শন করলেন পুরুলিয়া জেলার দায়িত্বে থাকা হর্টিকালচার এডিশনাল চীফ্ সেক্রেটারী, ডাঃ সুব্রত গুপ্ত। সঙ্গে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা প্রশাসক, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি , পুঞ্চা ব্লকের বিডিও ও জেলা
সভাধিপতি সুজয় ব্যনার্জি মহাশয়।

Leave a Reply