সাধন মন্ডল,
সারেঙ্গা ব্লক এলাকার তিনজন ভূমিহীন মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল আজ মঙ্গলবার সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে। উপভোক্তাদের হাতে জমির পাট্টা তুলে দেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম ও সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখর রাউত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা বি এল আর ও, সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি বন ও ভূমি কর্মাধক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সিংহ সহ বিশিষ্ট মানুষজন।