মদ্যপ পুলিশের ডিউটি আসানসোল আদালতে 

পারিজাত মোল্লা,
বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল আদালতে এক মদ্যপ পুলিশ কর্মী কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পড়লো। প্রথমে কেউ কেউ ভেবেছিলেন, তীব্র দহ বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন।  তবে সামনে এগোতেই বোঝা যায় ব্যাপারটা অন্য।এই পুলিশ কর্মোর কাছে যেতেই মুখে মদের গন্ধ পান অনেকেই।  গুনধর পুলিশ কর্মীর  নাম সন্তোষ কুমার। আদালত  চত্বর থেকেই খবর যায়  স্থানীয় থানার পুলিশের কাছে। এরপর আসানসোল উত্তর  থানার পুলিশ আসে একটি গাড়ি নিয়ে।  কোনওরকমে ওই মদ্যপ পুলিশকর্মীকে গাড়িতে তোলে পুলিশ। জানা গেছে , এই পুলিশকর্মী প্রায় দিনই মদ্যপ অবস্থাতেই ডিউটি করে থাকেন। স্থানীয়রা জানাচ্ছেন এদিন বোধহয় একটু  বেশি খেয়েছে ওই পুলিশ কর্মী । আসানসোল জেলা আদালতের আইনজীবীরা এই ঘটনার তদন্তর দাবি তুলেছেন। 





Leave a Reply