জ্যোতিপ্রকাশ মুখার্জি,
এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হলো রাজ্য।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভা মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য নির্বাচন কমিশন। এই মামলায় কলকাতা হাইকোর্ট  এর ডিভিশন বেঞ্চ সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দিল্লিকে পরীক্ষা করার নির্দেশ দেয় । এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে  সুপ্রিম কোর্টে  আপিল পিটিশন  দাখিল করেছে রাজ্য নির্বাচন কমিশন।,পুরসভার ভোটের দিন কাঁথিতে ছাপ্পা, বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী।এই মামলার শুনানিতে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, -‘ পুরভোটে অশান্তি নিয়ে যে সব অভিযোগ উঠেছে, তার সত্যতা যাচাই করতে সিসিটিভির ফরেন্সিক পরীক্ষা দরকার’। সেইমতো সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দিল্লিকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এই রায়কে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিম কোর্টে  দ্বারস্থ হয়েছে  রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিবেচনাধীন হওয়ার ফলে আগামী ১৪ জুন পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলার শুনানি মুলতুবি রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এরেই মধ্যে সুপ্রিম কোর্টে উঠবে এই মামলার আপিল শুনানি। 

Leave a Reply