টানা দেড়মাস স্কুলছুটি, দাখিল মামলা,

সেখ সামসুদ্দিন
টানা দেড়মাসের গরমের স্কুল ছুটি কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দাখিল হলো জনস্বার্থ মামলা। এই মামলার শুনানি চলতি সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।’বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি’ এই মামলাটি  করেছে । মামলাকারী সংগঠনের দাবি, -‘ গরমের অজুহাতে টানা ৪৫ দিন ধরে ছুটি দেওয়ার কোনও যুক্তিই নেই’। গরমের ছুটি কমানোর আর্জি জানিয়েছে এই সংগঠন টি । এদিন ‘বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন , -‘ গরমের অজুহাতে দীর্ঘ ৪৫ দিন গ্রীষ্মের ছুটি দেওয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। ছুটি কমানোর আর্জি জানিয়েই এই মামলা। রাজ্য সরকার ২ মে থেকে গরমের ছুটির কথা বলেছে। যা ৪৫ দিন ধরে চলবে’। মামলাকারীদের  প্রশ্ন, – ‘ কেন এতদিন ছুটি দেওয়া হল? রাজ্যের সর্বত্র কি আদৌ তাপপ্রবাহ হচ্ছে? আবহাওয়া দফতরও কয়েকটি জেলায় তাপপ্রবাহের কথা বলেছে। সেটা দক্ষিণবঙ্গে। তাহলে উত্তরবঙ্গেও কেন টানা এতদিন স্কুল বন্ধ থাকবে?  এই মুহূর্তে সর্বত্রই আবহাওয়ার বদল হয়েছে। ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর কারণে সেই তীব্র দাবদহন নেই। এই পরিস্থিতিতে স্কুলে যাওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের সমস্যা হওয়ার কোনও কথাই নয়’। গত সপ্তাহে রাজ্যের প্রধান প্রশাসনিক অফিস  নবান্ন থেকে শিক্ষা দফতরের সচিব কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, -‘ যা গরম পড়েছে, ছেলেমেয়েদের খুব কষ্ট হচ্ছে। ২ মে থেকে স্কুলগুলি ছুটি দিয়ে দিন’  এরপরই ছুটির বিজ্ঞপ্তিটি  সামনে আসে। যা বিরোধীরা রাজ্য সরকার কে তুমুল সমালোচনা করে থাকে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply