শুভ ঘোষ,
হুগলি জেলার রিষড়া হিন্দু মিলন মন্দির (ভারত সেবা সংঘ) ৩৪ তম বার্ষিক উৎসব ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই ভারত সেবা সঙ্গের মিলন মন্দির উপস্থিত হন ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সংরক্ষণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রিমৎ স্বামি শিবময়ানন্দজী মহারাজ (প্রবীণ সন্ন্যাসী ভারত সেবা সংঘ),, শ্রীমৎ স্বামী সর্বাত্মানন্দজী মহারাজ(হিন্দু মিলন মন্দিরের প্রধান পুরোহিত),রিষড়া পৌরসভার সদস্য শ্রী অভিজিৎ দাস, বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।