বীরভূমের জোড়া বিস্ফোরণ মামলায় রাজ্যের আবেদন খারিজ,এনআইএ কে সমস্ত নথি দেওয়ার নির্দেশ 

মোল্লা ওয়াসিম আক্রাম

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিভাস পট্টনায়ক এর ডিভিশন বেঞ্চে বীরভূমে জোড়া বোমা বিস্ফোরণ এর ঘটনার মামলার শুনানি চলে। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে এই বোমা বিস্ফোরণ মামলার তদন্তভারের নির্দেশ জারি করা হয়েছে। গত  ২০১৯ সালের বীরভূমের ঘটনা এটি। এই জোড়া মামলার সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ।পাশাপাশি   আদালত  জানিয়েছে, -‘  তদন্তে রাজ্যকে সমস্ত সহযোগিতা করতে হবে’।বীরভূমের জোড়া বিস্ফোরণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের  পর্যবেক্ষণ, -‘ আইন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করে এনআইএ-কে পাঠিয়ে থাকে। এর পর রাজ্যের সেই রিপোর্ট বিবেচনা করে তদন্ত করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে এনআইএ। তবে এই ঘটনার ক্ষেত্রে এই ধরনের কোনও রিপোর্ট পাঠানোই হয়নি’।আদালত সুত্রে প্রকাশ, গত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়ির টিনের চালা বিস্ফোরণে উড়ে যায়। ওই বছরেরই ২৯ আগস্ট  আবার সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের বাসিন্দা হাইতুন্নেসা খাতুনের গোয়ালঘরও উড়ে যায় বিস্ফোরণের জেরে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি  এই মামলাগুলির তদন্তভার গ্রহণ করেছিল। পরে তদন্তভার গ্রহণ করে  থাকে এনআইএ। এরপর রাজ্যের কাছ থেকে নথি না পাওয়ার অভিযোগে এ নিয়ে এনআইএ বিশেষ আদালতের দ্বারস্থ হয়। নথি দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয়  এনআইএরবিশেষ আদালত। এরপর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের আপিল পিটিশন টি এদিন কলকাতা হাইকোর্টের তরফে খারিজ করে দেওয়া হয়  ।বিশেষ আদালতের নির্দেশ কে বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দ্রুত এই জোড়া  মামলার সমস্ত নথিপত্র এনআইএ কে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Leave a Reply