বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বাবুঘাটে জমায়েত
সম্প্রীতি মোল্লা ,
সাম্প্রতিক সময়কালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় যেভাবে এসএসসি নিয়োগ মামলায় একের পর এক নজিরবিহীন নির্দেশ দিয়েছেন, তাতে তাঁর জনপ্রিয়তা সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে ভীষণ । আদালত চত্বরে চাকরিপ্রার্থীরা বিচার চাইতে তাঁর খোঁজ করছেন অনেকেই । এমনকি কোনও রাজনৈতিক নেতা না-হলেও বিচারপতির পক্ষে একটি দলও তৈরি হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় যেন হৃদয়জন । বিচারপতির সমর্থনে তৈরি হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জাস্টিস অভিজিত্ গঙ্গোপাধ্য়ায় সাপোটার্স’ । এবার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জমায়েত ও মিছিল করল সমর্থক দলের চাকরিপ্রার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের কাছেই বাবুঘাটে দেখা গেল বিচারপতির সমর্থকদের হাতে ধরা পোস্টার । তাতে লেখা ‘দুর্নীতির বিরুদ্ধে, সত্, সাহসী ও মানবিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কে চাই ।’ অপর একটি ফ্লেক্সে লেখা ‘হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের দুর্নীতি বিরোধী বিচারের সমর্থনে এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের স্বচ্ছ বিচারের দাবিতে কলকাতা হাইকোর্ট অভিযান ।’ এদিন বাবুঘাট থেকে হাইকোর্ট পর্যন্ত মিছিল করতে জমায়েত করেছেন চাকরি প্রার্থী, কর্মরত শিক্ষকরা । এইসব মিছিলকারীদের দাবি -‘ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । এতে তিনি একা সেনাপতি নন, আমরা অনেক সৈনিক তাঁর পাশে আছি । এই রকম সত্ বিচারপতিকেই আমরা চাই । বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই রকম বিচারপতি চায়’ ।যদিও কলকাতা পুলিশ মিছিলকারীদের কলকাতা হাইকোর্ট চত্বরে আসার অনুমতি দেয়নি ।বাবুঘাটে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জমায়েত আইনজীবীদের মধ্যে মিশ্র সাড়া দিয়েছে। উল্লেখ্য গ্রুপ-ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগের মামলায় পর পর দুর্নীতি সামনে আসায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে ডিভিশন বেঞ্চ তার হাত বাঁধতে চাইছে বলে গর্জে ওঠেন । ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশও জারি করেন । এরপর থেকেই।আলোচনা কেন্দ্রবিন্দুতে নির্ভীক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।