মুর্শিদাবাদে পুলিশি হেফাজতে অত্যাচার?  রিপোর্ট তলব হাইকোর্টের 

মুকুল বিশ্বাস

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চে পুলিশি হেফাজতে অত্যাচার বিষয়ক মামলার শুনানি চলে।এই অভিযোগ উঠেছে  মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে । এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার সিএমওএইচকে অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মুর্শিদাবাদের বিশেষ মাদক আদালতের বিচারককে ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে বলেও কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এদিন। যদিও মুর্শিদাবাদ জেলা পুলিশের দাবি, -‘ আজাদ আলি নামের ওই অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ১৮০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়’।তবে অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,  থানায় নিয়ে গিয়ে অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার চালায় স্থানীয় থানার পুলিশ। অভিযোগ,  লালগোলা থানার আধিকারিকরা তাঁর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। লাথি, কিল, চড়, ঘুষির সঙ্গে সঙ্গে তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লেও তাকে উপযুক্ত চিকিত্‍সা করা হচ্ছে না বলেও অভিযুক্ত অভিযোগ করেছে কলকাতা হাইকোর্টে। আগামী ১২ মে-র মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি রাজাশেখর মান্থার। পুলিশি হেফাজতে অত্যাচার ঘটনা টি নুতন নয়, জাতীয় মানবাধিকার কমিশনের একগুচ্ছ নির্দেশিকা থাকা সত্বেও কেন এইরকম অভিযোগ উঠে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল। 

Leave a Reply