সোমনাথ ভট্টাচার্য
আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের দারস্থ হতে চলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবার গত বিধানসভার নির্বাচনে ফলাফল প্রকাশের দিন তাঁর উপর প্রাণঘাতী হামলার চেস্টার ঘটনায় সিবিআই – এনআইএ চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হতে চলেছেন বলে জানা গেছে। গত বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের রাতে খুনের ষড়যন্ত্রের অভিযোগে এই মামলাটি হতে চলেছে  । ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা  এনআইএ  এবং সিবিআই  তদন্তের দাবি  শুভেন্দুর।গত ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের রাতে তিনি কোলাঘাট থেকে হলদিয়া এসডিও অফিসে পৌঁছেছিলেন। সেইসময় তাঁর উপর প্রাণঘাতী হামলা করা হয় বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। একাধিক গাড়ি ভাঙচুর চালানো হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।সেদিনের ঘটনার পর শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক  দূর্গাচক থানায় অভিযোগও দায়ের করেছিলেন। তবে  সেই ঘটনার পর প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলল, অথচ তদন্ত প্রক্রিয়ায়  স্থানীয় পুলিশ উদাসীন বলে অভিযোগ  শুভেন্দু অধিকারীর। পুলিশি নিস্ক্রিয়তার জন্য আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারীর তরফ থেকে মামলার প্রস্তুতি  কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিরোধী দল বিজেপির দাবি, -‘ সেদিন ঘটনার দিন (২ মে) শুভেন্দু অধিকারীর নিরপত্তার দায়িত্বে যে জওয়ানরা ছিলেন, তাঁরা কোনওমতে শুভেন্দুকে সেখান থেকে বের করে এনেছিলেন। এমন প্রাণঘাতী হামলার চেস্টার পর থানায় অভিযোগ দায়ের হলেও এতদিনেও কারও শাস্তি হয়নি বা কাউকে গ্রেফতারও করা হয়নি’। আগামী সপ্তাহে এই মামলাটি দাখিল হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply