শুভ ঘোষ,
১৬ই এপ্রিল ২০২২ কোলকাতা প্রেসক্লাবে প্রকাশিত পাবলিকেশন সাংবাদিক ও লেখক রন্তিদেব সেনগুপ্ত লেখা অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহর জিবন-নিভর ঐতিহাসিক উপন্যাস ইশকনামা বই প্রকাশিত হয়।বই প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়াজেদ আলী বংশের ডঃ তালাফ ফাতিমা,ইরফান আলি মিজা,কামরান আলি মিজা, বিশিষ্ট সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়,অনুপ মতিলাল পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উপদেষ্টা, শংকরলাল ভট্টাচার্য বিশিষ্ট লেখক আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।