বরাকর BCCL এর GM অফিসের সামনে দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় বসলে মা

কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের BCCL রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা বরাকর সি বি এরিয়া জিএম কার্যালয়ে বুধবার
পুনরায় বিক্ষোভে বসলেন জমিদাতারা । তাদের মধ্যে রয়েছেন একজন মা সে তার দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে এই ধর্ণা প্রদর্শনে বসেছে জিএম কার্যালয়ের ভেতরে। কন্যা সন্তানকে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন মা জ্যোৎস্না গোপ এবং বাবা সচিন গোপ। জমিদাতাদের দাবি যে প্রায় চার বছর আগে কুলটির বরিরা গ্রামে জমি অধিগ্রহণ করেন বিসিএল কর্তৃপক্ষ তার বদলে চাকরী দেওয়ার নাম করে , মেডিকেল হয়ে গিয়েছে কিন্তু এখনো চাকরি হয়নি তার কারণেই বিক্ষোভ ।বিসিএল তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ।

Leave a Reply