চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

কাজল মিত্র :-আসানসোলের বাইপাস স্থিত চন্দ্রচূড় মন্দিরে নীলষষ্ঠী উপলক্ষে দেখা গেল ভক্তদের সমাগম।দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন একই সাথে এদিন মন্দিরে পুজো দিতে এলওন আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।তিনি সবার জন্য মঙ্গল কামনা করেন
মন্দিরে এসে প্রার্থনা করেন এবং পূজো দেন।
নীল পুজোর একদিন আগেই আসানসোল লোকসভা উপনির্বাচন শেষ হয়েছে যার ফলাফল ১৬ তারিক হবে ।আর ফলাফলের আগেই চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি
বলেন, মঙ্গলবার নির্বাচনে মোট সিক্সটি এইট পারসেন্ট ভোট হয়েছে।আর আমি ১০০% আশাবাদী যে আমি এই উপ-নির্বাচনে জয় যুক্ত হবো।ধন্যবাদ জানাই আমার নেতৃত্ব কে,তবে বিশেষ করে ধন্যবাদ জানাব আমার দলের কর্মীদের সবসময়েই আমাকে সকাল থেকে রাত পর্যন্ত সাহায্য করেছ। ধন্যবাদ জানাব আমার আসানসোল বাসিকে করজোড়ে ধন্যবাদ জানাবো যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন।জেতা তো ভগবানের ইচ্ছায় তবে আমি আশাবাদী যে আমি জয়যুক্ত হব।

Leave a Reply