সাধন মন্ডল,
গোপন সূত্রে খবর পেয়ে খাতড়া মহকুমার আবগারি দপ্তর সাথে সারেঙ্গা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বেআইনি মদের বিরুদ্ধে সারেঙ্গা ব্লকের বেড়োবাইদ গ্রামে আচমকা হানা দিল আবগারি দপ্তর ।সেখানে বেশ কয়েকটি বাড়ি থেকে প্রায় 45 লিটার দেশীমদ ও কিছু মহুয়া ফুল এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে বলে জানা গেছে এ ব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন এলাকার প্রমিলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ এসেছিল যে বেশ কয়েকটি এলাকায় বেআইনিভাবে মদ তৈরি হচ্ছে আমরা সেই খবরের ভিত্তিতে প্রশাসনের সমস্ত বিভাগকে একসাথে নিয়ে যৌথ অভিযানে গিয়ে এই সাফল্য পেয়েছি আমাদের এই অভিযান নিয়মিতভাবেই চলবে। স্থানীয়দের দাবী, এলাকায় কয়েকটি পরিবার অবৈধ ভাবে চোলাই মদ তৈরী করে বিক্রি করতো। অভিযানে উপস্থিত ছিলেন খাতড়া রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর হাসানুর ইসলাম, এক্সাইজ ও, সি, তাপস কুমার হাজরা, সারেঙ্গার বিডিও ফাহিম আলম এবং সারেঙ্গা থানার পুলিশ।এই দিন ডেপুটি এক্সাইজ কালেক্টর হাসানুল ইসলাম জানান যে আজ সারেঙ্গা সার্কেলে সারেঙ্গার বেড়োবাইদ গ্রামে রেড করেছি, বেশকিছু চোলাই মদ পেয়েছি যা বাড়িতে বানানো হয়,তিনি জানান আনুমানিক পঁয়তাল্লিশ লিটার হবে । তিনি এও বলেন যে এই অভিযান আমাদের প্রত্যেকদিন চলবে,খাতড়া রেঞ্জের মধ্যে চারটে সার্কেল আছে যেমন হিড়বাঁধ,খাতড়া, সারেঙ্গা এবং তালডাংরা এই সব এলাকা গুলিতে প্রত্যেক দিন অভিযান চলবে ।অন্য দিকে বেড়োবাইদ এলাকার বাসিন্দা তারাশঙ্কর মহাপাত্র জানান যে এই গ্রামের মহিলাদের নেতৃত্বে মদের বিরুদ্ধে বিডিও র নিকট একটা স্মারক লিপি প্রদান করেছিল, আজ প্রশাসনিক হিসাবে পদক্ষেপ নেওয়া হলো ,আমরা গ্রামবাসী হিসাবে এই পদক্ষেপ কে সাধুবাদ জানাই এবং আমরা আশাকরবো ভবিষ্যতে তারা যেন সজাগ দৃষ্টি রাখেন । গ্রামে অবৈধভাবে মদ তৈরির ফলে বেশ কিছু মানুষ সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন এ ব্যাপারে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত।