আমিরুল ইসলাম,
চলতি বছরে -রাজ্যের সেরা মেডিকেল কলেজ হিসাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কে-।
ভারত সরকারের ন্যাশনাল মেডিকেল কমিশনের স্বীকৃতি ও অনুমোদন সাপেক্ষে চলতি শিক্ষাবর্ষ থেকে পি.পি.পি মোডে স্থাপিত প্রথম মেডিকেল কলেজ-শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে পঠনপাঠনের কাজ। অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে, অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের যোগদানে ও উন্নত পরিকাঠামোগত দিক থেকে এটি একটি আদর্শ ক্যাম্পাসে পরিগণিত হয়েছে।
শান্তিনিকেতন ডিজিটাল রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে টেলিমেডিসিন টেলিপ্যাথলজি, টেলি রেডিওলজি, টেলি-আই.সি.ইউ, রোবটিক সার্জারি ইত্যাদি নিয়ে চলছে নিরন্তর গবেষণা ও অত্যাধুনিক পরিকল্পনার কাজ, যা এই শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিনব সংযোজন।
এম,বি,বি,এস পাঠক্রমে পড়াশোনার পাশাপাশি, সমান্তরালভাবে ছাত্র-ছাত্রীদের নিরন্তর গবেষণা ও অভিজ্ঞতা লাভের সুযোগ রয়েছে।
এই অভিনবত্বের স্বীকৃতি স্বরূপ, শান্তিনিকেতন মেডিকেল কলেজকে এশিয়া টু’ডে:রিসার্চ অ্যান্ড মিডিয়া তাদের বিশেষ সম্মান এশিয়া এডুকেশন সামিট এন্ড অ্যাওয়ার্ড,২০২২ প্রদান করেছে। ২৫ শে মার্চ, বেঙ্গালুরুতে একটি বিশেষ অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষে সি.ও.ও এবং রেডিওলজিস্ট
ডা: অয়ন চক্রবর্তীর
হাতে এই পুরস্কার তুলে দেন কর্নাটকের মাননীয় রাজ্যপাল।
স্বাস্থ্যপরিষেবা ও চিকিৎসা-বিজ্ঞানে এই ডিজিটাল ধ্যানধারণা উপস্থিত মন্ত্রী ও অতিথিগণকে উচ্ছ্বসিত করেছে।