দামোদর নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

কাজল মিত্র :- আসানসোল ডিশেরগড় দামোদর নদীতে
হোলি খেলে বন্ধুদের সাথে চান করতে গিয়ে এক যুবকের তলিয়ে যাওয়ার ঘটনায়।এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।জানা যায় বছর (30)এর মনোজ খান্দিতা বরাকরের মুকুড়িয়া পাড়া এলাকার বাসিন্দা সে তার বন্ধুদের সাথে হোলি রং খেলে দামোদর নদীতে স্নান করতে যায় নেই সময় কোনকারনে নদীর জলের গভীরে তলিয়ে যায়।এরপর যুবকের খোঁজে নদীতে পুলিশের পক্ষ থেকে ডিজাস্টার মেনেজমেন্ট টিম নামানো হয়।রবিবার সকালে ঘন্টা খানেক তল্লাশির পর যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান ।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে ।

Leave a Reply