কবিতা,
মুনমুন মুখার্জ্জী
কবিতা হল বাঁচার অক্সিজেন
মন ভালো হয় এতে,
কঠিন বিষয় ছন্দে লিখলে
শিশুরাও পারে বুঝতে।
দুঃখে কবির কবিতা পায়
আনন্দেও ছোটে কলম,
সুখ দুঃখ হাসি কান্নার
কবিতা দারুণ মলম।
কবিতা ছাড়া গান হবে না
বাজনায় হয় না কাজ,
সিনেমা থেকে বিয়ের বাসর
বেকার সমস্ত সাজ।
ঘুমপাড়ানি গানের থেকে
প্রেম বিরহের গান,
কবিতা ছাড়া পড়ত তাদের
সুরে প্রচন্ড টান।
গান কবিতা ভালোবাসে না
এমন যদি কাউকে পাও,
কবিতা দিবসে তাকে নিয়েই
কবিতা বানিয়ে নাও।
হাসতে হাসতেই শিখে নেবে
ভালোভাবে বাঁচার মানে,
টাকা পয়সায় খিদেই বাড়ে
মন ভরে কবিতা গানে।