সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা সমাজ কল্যাণ দপ্তর ও চাইল্ড লাইনের উদ্যোগ সারেঙ্গা ব্লক প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ রোধ নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো আজ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সোনার তরী মিটিং হলে। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম ,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার,ব্লক এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষা বিভাগের আধিকারিক গণ ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সভাকক্ষে বাল্যবিবাহ নিয়ে বিশেষ বক্তব্য রাখেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম তিনি কম বয়সে বিয়ে দিলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হচ্ছে তা উপস্থিত সকলের কাছে তুলে ধরেন এবং হাতে-কলমে ছবির মাধ্যমে বুঝিয়ে দিলেন। তাছাড়া বর্তমান মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য রূপশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী সহ নানান সামাজিক প্রকল্প চালু হয়েছে যেগুলো তাদের ভবিষ্যৎ চলার পথের পাথেয় হয়ে থাকবে। তিনি ছাড়াও উপস্থিত বিশিষ্ট মানুষেরা বাল্যবিবাহ রোধ করতে সচেষ্ট হবেন এই আশ্বাস দেন।

Leave a Reply