Spread the love

চুপকথা,

মধুমিতা হালদার (মধ্যমগ্রাম)

কুমার টুলির প্রতিমা নয় তো আমি , যে খুঁত থাকবে না; তোমার সৃষ্টি বেঁচে থাক তোমার তৈরী মাটির ছাঁচে।

জোর করে প্রাণ পাওয়া সহজ কথা নয় ।ইচ্ছে সরিয়ে হারতে চাই না আমি।

রক্তমাংসের শরীরটার অনেক চাহিদা , বোঝাপড়া থাকে ।ভালোবাসার দাঁড় টানতে গিয়ে নৌকোর ডুবে যাওয়া টা ভাবিয়ে তোলে ।

তুমি যদি ভালোবেসে আলপিনের রাস্তায় হাঁটাও, গোলাপের পাপড়ি ছুঁয়ে যাবে এই চরণ তল ।

রাস্তার অপরিচিত ফুলটাও তোমার ফুলদানিতে শোভা বাড়াতে পারে ।নাই বা থাকলো তার সৌন্দর্য্য, সুবাসে হোক না তার জয়।

মধ্যমণি চাই না হতে ,তোমার কথার ছলে চাই না ভাসতে ,মনের মাঝে মন ছুঁয়ে হারতে চাই বারংবার ।

যন্ত্রণা এক মুহুর্তে শক্ত খাঁচায় বন্দী হলেও সময়ের মাপ কাঠি হিসেব মিলিয়ে দিতে বাধ্য করে ।

প্রতিশোধ, রাগ ,হিংসা এক সূত্রে যতই বাঁধি ,আগুনের তীব্র দহনে পুড়ে ছাই নয় ,শক্ত হয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *