খায়রুল আনাম,
শনিবার দুপুরে বীরভূমের বোলপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় । ৫ টি বেঞ্চে মোট ১৮২১ টি মামলা রাখা হয় যার মধ্যে ১২৭৭ টি মামলার নিষ্পত্তি হয়। মোট ৪ লাখ ৮ হাজার ৭০০ টাকার নিষ্পত্তির আদেশ দেওয়া হয় এবং ২ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা স্পটে কালেকশন হয়েছে ।এদিন ব্যাংক লোন, এনজিআর, কোর্ট কেস, টাইটেল সুট , মিস কেস ইত্যাদি বিষয়ে মামলার নিষ্পত্তি হয়।শ্রীমতী সুপর্ণা রায়, শুভদীপ রায়, আদিত্য গুঞ্জন, নিলাঞ্জন পালধী , তপন দাস প্রমুখ বিচারক উপস্থিত ছিলেন বিভিন্ন বেঞ্চের বিচারক হিসেবে । বোলপুর তালুক আইনী পরিষেবা সমিতির কর্মচারী অর্ক সিনহা এবং মানবেন্দ্র ভান্ডারী এই তথ্য দিয়েছেন ।