সময়
রাজা চৌধুরী
সময় ,আমাকে একটু সময় দিবি ?
সব দেবো, বদলে তুই আমার যা নিবি।
আমার চোখে আজ পর্যন্ত কেউ পরিয়ে দেয়নি সময়ের কাজল !
একটুই চাইছি! কথা দিলাম কখনোই চাইবো না অনর্গল।
সময়ের কাঁটা কোনোদিন আমার জন্য যায়নি থেমে !
অনেকের কাছে চেয়েছি ,বরাবর তারা গেছে এড়িয়ে!
অথচ তাদের প্রয়োজনে তারাই স্নান করেছে আমার সময়নদীতে নেমে।
সময় ,আমাকে একটু সময় দিবি?
সব দেবো ,বদলে তুই আমার যা নিবি।
তোকে আমি সাজিয়ে দেবো কবিতার অলঙ্কারে,কপালে দেবো উপমার ফোঁটা !
যতি,বিরাম,বিস্ময়,ছেদচিহ্ন এড়িয়ে সালাঙ্কারা বিশেষণ দেবো গোটা গোটা।
শব্দ ফুলে ঢেকে দেবো তোর উদাম শরীর ,সুরভিত কবিতা থেকে উড়বে সুগন্ধী ধোঁয়া !
মুখোমুখি তুই আর আমি ! হাজার দৃশ্যকল্প রচে ফেলবো যদি পাই তোর একটু ছোঁয়া।।